পাথেয় টোয়েন্টিফোর ডটকম: একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা ২ ডিগ্রি বেড়েছে। একই সঙ্গে কমে এসেছে কুয়াশাও। আজ বুধবার সকাল ছয়টার দিকে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়।
গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি। এর আগে গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি।