দেশে ফিরেছেন ৩৮ হাজার হাজি

দেশে ফিরেছেন ৩৮ হাজার হাজি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরব থেকে ১০ জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন ৩৮ হাজার চার জন হাজি। এই সময়ে মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ৯৯টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ছিল ৩৮টি, সৌদি এয়ারলাইন্সের ৪০টি ও ফ্লাইনাসের ২১টি।

মঙ্গলবার (১১ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এ সময়ের মধ্যে সৌদি আরবে ইন্তেকাল করেছেন ৯৮ জন বাংলাদেশি। এরমধ্যে পুরুষ ৭৪ জন, নারী ২৪ জন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট। চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করেছিল বিমান। ৫ জুলাই থেকে বিমান সৌদি আরব থেকে চট্টগ্রামের হাজিদের জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে নিয়ে আসছে। এবছর জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে মোট ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এবছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করেছেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *