পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে আবারও এক ব্যাক্তির পূজা করা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলপ সেন্টারের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশে আবারও এক নেতার পূজা শুরু হয়েছে। বাকশাল কায়েমের আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিলো, তেমনি আজকে আবার সেই একই ভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। মঙ্গলবারের (২৮ সেপ্টেম্বর) পত্র-পত্রিকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে, কীভাবে সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদী শাসক টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রোষের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। এই সরকারকেও পরাজয় বরণ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, এখন ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, তল্লাশি চলছে। কেন, কারণ কী? কারণ, বিএনপি জেগে উঠছে। এই যে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আর সেই জন্যেই সরকারের হৃদকম্পন শুরু হয়েছে। তারা ভয় পাচ্ছে, কাঁপছে।
তিনি বলেন, এখনো সময় আছে, আপনারা দেওয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। এখনো সময় আছে, ভোট চুরি করে যে অপরাধ করেছেন সেটা থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।
ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির করোনা হেলপ সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু প্রমুখ।