দেশে মৃত্যু কমছে, শনাক্ত বাড়ছে

দেশে মৃত্যু কমছে, শনাক্ত বাড়ছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৪১ জনের মৃত্যু হয়েছিলো। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জনে। এসময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪ জন। আগের দিন ১ হাজার ৯৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিলো।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ২১২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭২৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩ লাখ ৩ হাজার ৮৪৫টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৩৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৪৬৯, ময়মনসিংহে ৩৮, চট্টগ্রামে ২৩০, রাজশাহীতে ৯৭, রংপুরে ৪৫, খুলনায় ১১৬, বরিশালে ২৬, সিলেটে ৫৩ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *