দোহায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-তালেবান

দোহায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-তালেবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শনিবার (৯ অক্টোবর) ও আগামীকাল রবিবার (১০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মার্কিন প্রতিনিধির ওই বৈঠক হবে বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত আগস্টের মাঝামাঝি রাজধানী কাবুল দখলের মধ্যদিয়ে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় তালেবান। পরে ২০ বছর ধরে দেশটিতে থাকা আমেরিকার সেনাদেরও ফিরিয়ে নেওয়া হয়।

এদিকে আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার পর দেশটির ক্ষমতাসীন নেতৃত্বের সঙ্গে এবারই প্রথম আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠকে আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ ও বিদেশিদের সরিয়ে নেওয়ার ব্যাপারে আলচোনা হতে পারে বলে জানা গেছে।

এই বৈঠক প্রসঙ্গে দোহায় নিযুক্ত তালেবানের মুখপাত্র শাহিন সোহেল বলেছেন, একটি বৈঠক হবে। এতে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলাপ হবে। দোহা চুক্তি নিয়েও কথা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *