দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক সাড়ে ৬ ঘণ্টা পর

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক সাড়ে ৬ ঘণ্টা পর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে এই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ঘন কুয়াশার কবলে পড়ে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে ছিল বনলতা নামের একটি ইউটিলিটি (ছোট) ফেরি।

পূর্ণ লোড নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাট-পন্টুনে ভিড়ে ছিল চারটি ফেরি- ভাষা শহীদ বরকত, শাহপরান, হাসনাহেনা ও রজনীগন্ধা। বহরে থাকা অপর ফেরিগুলো ছিল নৌপথের পাটুরিয়া ঘাটে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব।

একপর্যায়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ সকাল সাড়ে ৬টা পর্যন্ত এই নৌপথে টানা সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *