প্রথম প্রকাশ | ১৫ মার্চ ২০২০
আল্লামা মাসঊদের কারামুক্তি দিবস উদযাপন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দ্বিজাতিতত্ত্বের মানসিকতার কারণে উপমহাদেশে উগ্রবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, উপমহাদেশে দ্বিজাতিতত্ত্বই প্রথম উগ্রবাদের জন্ম দিয়েছে। কারণ দ্বিজাতিতত্ত্বের দর্শনগত কোনো ভিত্তি ছিলো না। ইসলাম কখনো মানুষকে দ্বিজাতিতত্ত্বে ভাগ করেনি। আজ ভারতে দাঙ্গাও হচ্ছে এই দ্বিজাতিতত্ত্বের কারণেই।
জিন্নাহ ইসলামই জানতো না জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, মুহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতিতত্ত্ব মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে যে ক্ষতি করেছে, আর কেউ তা করেনি। জিন্নাহর ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিলো না। জামায়াতে ইসলামীর গুরু আবুল আলা মওদুদী তাকে এ বুদ্ধি দিয়েছিল। জিন্নাহ মওদুদী থেকেই এই দর্শন পায়।
এখনো জামায়াত পাকিস্তান প্রীতি ছাড়তে পারেনি বলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, জামায়াত গোড়া থেকেই উগ্রবাদ চর্চা করে যাচ্ছে। মওদুদীর ভ্রান্তচিন্তা প্রতিষ্ঠার জন্যই পাকপ্রীতিতে জামায়াত সিদ্ধহস্ত।
তিনি আরও বলেন, উগ্রবাদ থেকে দেশের মানুষকে বাঁচাতে হলে দ্বিজাতিতত্ত্বের মানসিকতা পরিহারের ব্যবস্থা করতে হবে।
রোববার (১৫ মার্চ, ২০২০ ) বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণতন্ত্রী পার্টির উদ্যোগে, চার দলীয় জোট সরকারের আমলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারানির্যাতিত বরেণ্য আলেম আল্লামা মাসঊদের কারামুক্তি দিবস উপলক্ষে ’ধর্মে কোন জঙ্গিবাদের স্থান নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলির সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১৪ দলীয় জোটের মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ নাসিম এম.পি। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি. প্রমুখ।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর কারাবরণের প্রেক্ষাপট ও মুক্তির বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াতের আমীর, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আদালতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের দেয়া ঐতিহাসিক বক্তব্যের স্মৃতিচারণ করে তিনি এর ভূয়সী প্রশংসা করেন।
১৪ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথির ভাষণে বলেন, আল্লামা মাসঊদকে কারা নির্যাতন করার কারণেই আজকে জামায়াত শিবিরের এই করুণ দশা। জামায়াত শিবির-খালেদা সরকার কোনো আলেমকেই মর্যাদা দেয়নি।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ একজন মজলুম আলেমেদ্বীন। তার লিখিত মাওলানা ফরিদ এখন কারাগারে আমি পড়লাম। সেই দুর্বিষহ সময়ের চিত্র এখানে উঠে এসেছে।
আরও পড়ুন: আল্লামা মাসঊদের ১৫তম কারামুক্তি দিবস আজ
আলেমদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মুফতী ইবরাহীম শিলাস্থানী, আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।
ছবিঃ ২০০৮ সালে আল্লামা মাসঊদের স্মৃতিগ্রন্থ ‘মাওলানা ফরীদ এখন কারাগারে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে, মাওলানা রুহুল আমীন সিরাজী, সদ্যপ্রয়াত প্রজন্ম ৭১ এর সভাপতি শহীদসন্তান জনাব শাহীন রেজা নূর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোজাফফর হোসেন পল্টু, প্রয়াত ইত্তেফাক সম্পাদক জনাব রাহাত খান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এবং বিখ্যাত মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল।