দ্বিতীয় দফায় সাগরে তেজস্ক্রিয় পানি ছাড়বে জাপান

দ্বিতীয় দফায় সাগরে তেজস্ক্রিয় পানি ছাড়বে জাপান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়বে জাপান। এর আগে ২৪ আগস্ট প্রথমবারের মতো পানি ছেড়েছিল দেশটি। সাগরে তেজস্ক্রিয় পানি ছাড়ার প্রতিবাদ করেছিল চীনসহ জাপানের কয়েকটি প্রতিবেশী দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) বৃহস্পতিবার বলেছে, প্রথমবারের মতো বর্জ্য পানি ছাড়া শেষ হয়েছে। দ্বিতীয় দফায় শুরু হবে ৫ অক্টোবর থেকে।

প্রথম দফায় প্রায় ১৩ লাখ টন পানির মধ্যে প্রায় ৭ সাত হাজার ৮০০ টন পানি প্রশান্ত মহাসাগরে ছাড়া হয়েছে। যা ৫০০টিরও বেশি অলিম্পিক সুইমিং পুলের সমান পানি।

টেপকো জানিয়েছে, ট্রিটিয়াম ছাড়া সব তেজস্ক্রিয় উপাদান ছাঁকন করা হয়েছে। যা নিরাপদ মাত্রার মধ্যে আছে। জাতিসংঘের পারমাণবিক আণবিক সংস্থা এটিকে নিরাপদ ঘোষণা করেছে। কিন্তু চীন জাপানের বিরুদ্ধে ‘নর্দমার’ মতো করে সাগরকে ব্যবহারের অভিযোগ করেছে।

টেপকোর কর্মকর্তা আকিরা ওনো বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা ট্রিটিয়ামের মাত্রা নিরীক্ষণ করব। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে জনসাধারণকে জানাবো।

সাগরে পানি ছাড়ার পর থেকে জাপানের সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করেছিল চীন। তবে জাপানের ওই অঞ্চল থেকে চীনা মৎস্যজীবীদের মাছ ধরার খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *