দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘৩৩৩’ নম্বরে আসছে নতুন সেবা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘৩৩৩’ নম্বরে আসছে নতুন সেবা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নতুন সেবা চালু করছে সরকার। বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানানো এবং প্রতিকার মিলবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু হবে।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে।

জুনাইদ আহমেদ বলেন, ‘৩৩৩’ নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। পাশাপাশি ‘৩৩৩’ নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটি পাওয়া যাবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে। এই ওয়েবসাইটে পণ্যের দাম ও মজুতসহ বিভিন্ন তথ্য থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *