ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তথ্য জানাতে ‘হটলাইন’ চালু

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তথ্য জানাতে ‘হটলাইন’ চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশকে অস্থিতিশীল করতে দুর্বৃত্তরা ধর্মীয় সংখ্যালঘুদের উপসানালয়ে হামলা চালিয়েছে বলে বিভিন্ন সংগঠন থেকে অভিযোগ উঠেছে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে হয়েছে মানববন্ধন ও সমাবেশ।

এ অবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে সে বিষয়ক তথ্য জানাতে হটলাইন চালু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন করে কিংবা খুদে বার্তা পাঠিয়ে জানানোর জন্য অনুরোধ করা হলো।