নাইজেরিয়ায় সেনাবাহিনীর ভুলে ধর্মীয় উৎসবে নিহত ৮৫

নাইজেরিয়ায় সেনাবাহিনীর ভুলে ধর্মীয় উৎসবে নিহত ৮৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিদ্রোহীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল নাইজেরিয়ার সেনাবাহিনী। কিন্তু সেটি ভুলে গিয়ে পড়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হওয়া বেসামরিক লোকদের ওপর। এতে ৮৫ জন সাধারণ গ্রামবাসী নিহত হয়েছেন। তবে বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি বলে জানানো হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) উত্তর পশ্চিম কুদানা স্টেটের একটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও এপি।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিদ্রোহীদের সশস্ত্র একটি গ্রুপকে নিশানা করে ড্রোন হামলা পরিচালিত হচ্ছিল। তবে ভুলক্রমে সেটি সোজা গিয়ে কাদুনা রাজ্যের ইগাবি কাউন্সিল এলাকার তুদুন বিরি গ্রামে আঘাত হানে। সেখানে স্থানীয় মুসলিমরা একটি উৎসবে অংশ নিয়েছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে মৃত্যুর সংখ্যা প্রকাশ না করলেও ন্যাশনাল ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, সব মিলিয়ে ৮৫ জনের মরদেহ দাফন করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ৬৬ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাদুনার গভর্নর উবা সানি বলেছেন, সন্ত্রাসী ও দস্যুদের লক্ষ্য করে চালানো ড্রোন ভুলবশত বেসামরিক এলাকার নিরীহ লোকদের ওপর এসে পড়েছে। ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে এর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।

এ ঘটনার পর থেকেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া অফিস বলছে, হামলায় এ পর্যন্ত ১২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

নাইজেরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে অনেক দিন ধরেই। এ লড়াইয়ে মাঝে মধ্যেই নিরীহ লোকজন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এ ধরনের একটি ভুল হামলায় ২০ বেসামরিক লোক নিহত হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *