নাইজেরিয়ায় স্কুলভবন ধসে অন্তত ২২ জনের মৃত্যু

নাইজেরিয়ায় স্কুলভবন ধসে অন্তত ২২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইজেরিয়ায় একটি বেসরকারি স্কুলের তিনতলা ভবন ধসে শিক্ষার্থীসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, ভবন ধসের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্লাতেউর তথ্য কমিশনার মুসা অ্যাশোমস এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে ছাত্র এবং স্কুলের কর্মচারীরাও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জরুরি কর্মীরা।

তেইয়েই জন (১৬) নামে এক শিক্ষার্থী গণমাধ্যমে ভবন ধসের বর্ণনা দিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে জানায়, শুক্রবার সকালে সে সহপাঠীদের সঙ্গে চ্যাট করছিল। তখন তারা তাদের খ্রিস্টান ধর্মশিক্ষা শিক্ষকের আগমনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ তাদের ক্লাসরুমের দেয়ালে একটি ফাটল দেখা দেয়।

জন বলে, ‘সেকেন্ড পরে আমি বুঝতে পারি মেঝে তার পায়ের নিচে চলে গেছে। আর আমি আঞ্চলিক রাজধানী জোস শহরের সেইন্ট একাডেমির তিনতলা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ি।’

টেলিফোন সাক্ষাৎকারে জন বলছিল, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। ভেবেছিলাম আমার মৃত্যুর দিন এসে গেছে।’ শুক্রবার সন্ধ্যায় সামান্য আঘাতে হাসপাতাল ছাড়া পায় এই শিক্ষার্থী।

এদিকে এই ঘটনার পর যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

Related Articles