নাইজেরিয়াতে জঙ্গি হামলায় ৩৫ জন নিহত

নাইজেরিয়াতে জঙ্গি হামলায় ৩৫ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো রাজ্যে ইসলামিক স্টেট অনুপ্রাণিত জঙ্গিদের দুটি হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়াম্যান রয়েছেন। মঙ্গলবার (৪ মে) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডাব্লিউএপি) যোদ্ধারা গত সোমবার (৩ মে) রাতে মেশিনগান সজ্জিত বিভিন্ন ট্রাকে করে এসে আজিরি শহরে হামলা চালায়। সামরিক সূত্র জানায়, জিহাদিরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানে ব্যাপক যুদ্ধ হয়। এতে পাঁচ সৈন্য এবং জিহাদি বিরোধী ১৫ মিলিশিয়া নিহত হয়।

সামরিক সূত্র আরো জানায়, আইএসডাব্লিউএপি একই সামরিক ঘাঁটিতে রবিবার (২ মে) চালানো হামলায় ওই ঘাঁটির সামরিক কমান্ডারের পাশাপাশি ছয় বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময় জিহাদিরা বিভিন্ন অস্ত্র লুট করে নিয়ে যায়। সৈন্যরা রবিবার (২ মে) ওই ঘাঁটিতে ফিরে আসে।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা এ যুদ্ধে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়া যোদ্ধাকে হারিয়েছি।’ ওই সূত্র জানায়, ক্রসফায়ারে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বহুসংখ্যক সন্ত্রাসী বিভিন্ন গাড়িতে করে আসে এবং সৈন্যদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখানে কয়েক ঘণ্টা ধরে এ যুদ্ধ চলে।’ স্থানীয় বাসিন্দারা যুদ্ধের কবল থেকে বাঁচতে পালিয়ে পার্শ্ববর্তী মফা এলাকায় আশ্রয় নেয়।

এদিকে গতকাল মঙ্গলবার (৪ মে) স্থানীয় বাসিন্দারা জানান, ক্যামেরন সীমান্তের কাছের রন শহরের উপকণ্ঠে মঙ্গলবার পৃথক এক ঘটনায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। সেখানে স্থলমাইনের বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় তারা ওই পথ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন।

উল্লেখ্য, ইসলামিক স্টেট অনুপ্রাণিত জিহাদিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সেনাশিবিরে ব্যাপক হামলা চালায়। দেশটিতে এক দশক ধরে চালানো বিভিন্ন জঙ্গি হামলায় প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *