নাইজেরিয়ায় বিস্ফোরণে ভবনধস, নিহত ৯

নাইজেরিয়ায় বিস্ফোরণে ভবনধস, নিহত ৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইজেরিয়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি ভবনধসে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি জনপ্রিয় বাজারের কাছে ওই ভবনটি অবস্থিত। জাতীয় জরুরি সেবা বিভাগ এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার (১৭ মে) শহরের সাবোন গেরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকার বেশিরভাগ মানুষই অন্য সব এলাকা থেকে সেখানে বসবাস শুরু করেন।

জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার প্রধান মুস্তাফা হাবিব আহমেদ বলেন, গ্যাস সিলিন্ডার থেকে একটি ওয়েল্ডিংয়ের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছাকাছি একটি স্কুলের অভিভাবকরা এই বিস্ফোরণের খবর পেয়েই নিজেদের সন্তানদের খোঁজ নিতে ছুটে গেছেন। তবে স্কুলের কোনো শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *