পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সিংড়ায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে আক্কাস আলী (৬০) এবং তার পুত্রবধূ লাকি বেগম (৩৫) একই গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।
জানা গেছে, ছোট চৌগ্রামের মৎস্য চাষী হামিদুল ইসলাম তার বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে এ্যালুমিনিয়ামের খোলা তার টেনে পুকুরে
সংযোগ দেন। সকালে গৃহবধূ লাকি বেগম সেই রাস্তার গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সড়িয়ে দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় লাকি বেগমের শ্বশুড় আক্কাস আলী দেখতে পেয়ে পুত্রবধূকে বাঁচাতে বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সড়িয়ে দিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে শ্বশুড় ও পুত্রবধূ দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি মো. আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’