নায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনতে ডিসিকে মাশরাফির নির্দেশ

নায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনতে ডিসিকে মাশরাফির নির্দেশ

পাথেয় রিপোর্ট : ধানের নায্যমূল্য নিশ্চিত করতে ডিসিকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা

দেশে ফিরেই কৃষকদের দুর্দশার কথা জানতে পেরে নড়াইলের জেলা প্রশাসককে ফোন করেন মাশরাফি। প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে বাংলদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক দেশে ফিরেছেন। বিশ্বকাপ উপলক্ষ্যে আগামী বুধবার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।

দেশের প্রথম শিরোপা জিতে দেশে ফিরেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তবে প্রথম কোন ত্রিদেশীয় সিরিজ জেতার পরও স্বস্তি নেই তার মনে। দেশে ফিরেই তিনি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

এর আগে গত শনিবার দেশে ফিরে রাতেই জানতে পারেন নিজ এলাকার কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এত কম দামে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে যে, তাদের উৎপাদন খরচও উঠছে না। যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছে ১ হাজার ৪০ টাকায়, সেখানে নড়াইলের হাটবাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়। বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন।

এর প্রেক্ষিতে রবিবার রাত ১০ টার দিকে নড়াইল জেলা প্রশাসককে ফোন করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য। এ সময় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত তা কর্যকর করার নির্দেশ দেন তিনি।

মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’।

এ প্রসঙ্গে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমপি মহোদয় কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান নেয়ার জন্য বলেন। তালিকার কৃষকের বাইরে যেন কেউ না ঢুকে তিনি জোর দিয়ে বলেন। এমপি মহোদয়ের বক্তব্যে আমরা খুশি হয়েছি।’

তিনি আরো বলেন, ‘কারণ তালিকা নিয়ে চাপ থাকে এক ধরনের। আমরা এখন ভাল ভাবে কাজ করেত পারব। কাল থেকে আমরা কাজে নেমে পড়ব। কৃষেকর বাইরে যেন কেউ সুযোগ নিতে পারবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *