নারী ক্রিকেটারদের পুরস্কারের সিদ্ধান্ত আজ সোমাবার

নারী ক্রিকেটারদের পুরস্কারের সিদ্ধান্ত আজ সোমাবার

ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়ে বাংলাদেশকে প্রথমবার এশিয়া কাপের শিরোপা এনে দিয়েছে নারী ক্রিকেট দল। ছেলেদের জাতীয় অর্জনে বরাবরই পুরস্কার ঘোষণার রীতি আছে বিসিবির। সেই সালমাদের এমন অর্জনে পুরস্কার থাকবে কিনা এমন সিদ্ধান্তের ব্যাপারে জানা যাবে আজ সোমাবার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘মেয়েদের ক্রিকেটে এটা অনেক বড় সাফল্য। তারা অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। কাল আমাদের বোর্ড সভা আছে। সেখানে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো।’

অনেকদিন ধরে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে কাজ করছে বিসিবি। আর এই কারণেই এমন সাফল্য বলে দাবি করলেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আগামীতে ভালো খেলতে এই সাফল্য ওদের আরও বেশি অনুপ্রাণিত করবে। মেয়েদের ক্রিকেট নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। মেয়েদের জন্য ভারত থেকে কোচ এসেছে। ওদের কোচিং স্টাফও সমৃদ্ধ। সবমিলিয়ে আমাদের চেষ্টার কোন কমতি নেই।’

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নামতে হবে বাংলাদেশকে। সেখানে ভালো খেলতে এই শিরোপা মেয়েদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন সুজন, ‘অবশ্যই এটা একটা বড় ধরনের প্রেরণা হয়ে থাকবে নারী ক্রিকেটের জন্য। আশা করি এই আত্মবিশ্বাস নিয়ে মেয়েরা সামনের টুর্নামেন্টেও ভালো করবে।’

_______

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *