নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালে আবারও দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাস এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে, সোমবার (১ নভেম্বর) এই দুই পক্ষের কর্মী-সমর্থকদের সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারও আগে, শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নওমালা কলেজ সড়কের সাহা গাজীর বাড়ির সামনে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে শাহাজাদা হাওলাদারের কর্মী মো. সজীব (২০) গুলিবিদ্ধ হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *