নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আজ বুধবার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেল ৩টা ৩৫মিনিটে বায়তুল মোকাররম মসজিদ থেকে দলটির নেতাকর্মীরা এই গণমিছিল শুরু করেন। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। এসময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা গণমিছিল এ কোনো বাধা দেয়নি।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা নির্বাচন কমিশনের প্রতি তফসিল ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করার অনুরোধ জানান। পাশাপাশি তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। সরকার যদি কোনো নীলনকশা বাস্তবায়ন করতে চায় তাহলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে।এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল জেলা উপজেলায় কর্মসূচি নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখসহ বিস্তারিত সময়সূচি আজ সন্ধ্যায় জানাবে নির্বাচন কমিশন। আজ বিকাল ৫টায় নির্বাচন কমিশনের ২৬তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে।

তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *