নেপাল ভূমিকম্পে নিহত ১২৮

নেপাল ভূমিকম্পে নিহত ১২৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে নেপালে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। এতে ১৪০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দিল্লির স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। জার্কারকোট ও পশ্চিম রুকম প্রদেশে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাতে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছেন দেশটির পার্বত্য জেলা পশ্চিম ‍রুকুমের জেলা প্রশাসক হরি প্রসাদ পন্ত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে নেপালের হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ভূমিকম্পে প্রাণহাণি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। এক এক্স বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানান ও উদ্ধার তৎপরতার জন্য তিনটি সংস্থাকে নির্দেশ দেন।

এরআগে ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় প্রায় ৯ হাজার মানুষ মারা যায়। আহত হয় ২২ হাজারের বেশি মানুষ। শক্তিশালী ভূমিকম্পে ৫ লাখ স্থাপনা ধসে পড়ে।

খবর: এনডিটিভি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *