পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত ৫

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (১৭ নভেম্বর) এই হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে গোলাগুলি হয়েছে। হামাস যোদ্ধারা পালানোর জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করেছিল। সেসময় এক ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, চিকিৎসা কর্মীদের হাত উপরে তুলে ভবন খালি করার কথা বলেছিল ইসরায়েল বাহিনী। তখন কয়েকজন চিকিৎসককে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৮ মাসেরও বেশি সময় ধরে একের পর এক রক্তপাতের ঘটনা ঘটছে। ক্রমবর্ধমান সহিংসতায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। পশ্চিম তীরেও বড় ধরনের সংঘাত শুরু হয়ে ইসরায়েল-হামাস যুদ্ধের নতুন ক্ষেত্রে পরিণত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *