পাকিস্তানকে রাজনাথ— জম্মু ও কাশ্মীর কবে আপনাদের ছিল?

পাকিস্তানকে রাজনাথ— জম্মু ও কাশ্মীর কবে আপনাদের ছিল?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কাশ্মীর বিষয়ে কোনো হস্তক্ষেপের অধিকার পাকিস্তানের নেই। এটা সব সময় ভারতের। তিনি পাকিস্তানকে প্রশ্ন করে বলেন, জম্মু ও কাশ্মীর কবে পাকিস্তানের ছিল যে আপনারা এ নিয়ে কান্নাকাটি করে চলেছেন?

বৃহস্পতিবার (২৯ আগস্ট) লাদাখের লেহতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে এদিন রাজনাথ আরও বলেন, পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে আমরা তাদের পরিচয়কে সম্মান করেছি। ভারত পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু তার জন্য ওদের ভারতে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে।

রাজনাথ বলেন, পাকিস্তানের উচিত পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার বিষয়ে নজর দেওয়া।

জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতরের ডিরেক্টর সইদ শেহরিশ আসগর বলেন, প্রতিদিনই কাশ্মীরের পরিস্থিতি ভালো হচ্ছে। ইতিমধ্যে তিন হাজার ৩৭টি প্রাথমিক এবং ৭৭৪টি মাধ্যমিক স্কুল খোলা হয়েছে। হাইস্কুলগুলো খুলতে চলেছে। সাংবাদিক সম্মেলনে তিনি এও জানান, প্রত্যেক এলাকায় দোকান খোলার জন্য ব্যবসায়ীদের অনুমতিও দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *