পাকিস্তানকে ৪২০ কোটি ডলার সহায়তা দেবে সৌদি

পাকিস্তানকে ৪২০ কোটি ডলার সহায়তা দেবে সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থসংকট মোকাবিলায় পাকিস্তানকে ৪২০ কোটি ডলারের সহায়তা দেবে সৌদি আরব। করোনাকালের সংকট কাটাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে পাকিস্তানের কেন্দ্রী ব্যাংককে বিশাল অংকের অর্থ সহায়তার রাজকীয় নির্দেশনা ঘোষণা দেয় সৌদি ফান্ড ফর ডেভলপমেন্ট (এসডিএফ)। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে এ তথ্য জানা গেছে।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল বিলাল আকবর জানান, অর্থ সহায়তার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও করোনা মহামারির প্রভাব দূর করতে ৩০০ কোটি ডলার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। বাকি ১২০ কোটি ডলার তেল সহায়তা হিসেবে দেওয়া হবে।

এদিকে মোটা অংকের অর্থসাহায্যের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে তিনি বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার জমা এবং ১২০ কোটি ডলার পরিশোধিত পেট্রোলিয়ামে অর্থায়নের জন্য আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন পরিস্থিতিতে সৌদি আরব সবসময় আমাদের পাশে থেকেছে। এখন বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখেও তারা পাশে রয়েছে।

এর আগে গত সোমবার (২৫ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত মিডলইস্ট গ্রিন ইনিশিয়েটিভ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণ করেন।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *