পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন ২৫ জুলাই

পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন ২৫ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৫ জুলাই পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেইন নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। গত শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ আগামী ৩১ মে শেষ হবে। মেয়াদ শেষ হলেই ক্ষমতা চলে যাবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এ সরকারই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকা- পরিচালনা করবে। দেশটির সংবিধান অনুযায়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, ‘দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ২৫ জুলাই তারিখ নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট।’

দুর্নীতির দায়ে গত বছরের জুলাইয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এরপরই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ভালোয় ভালোয় ৩১ মে ক্ষমতা হস্তান্তর করলে পাকিস্তানের ইতিহাসে এটাই হবে কোনো গণতান্ত্রিক সরকারে পূর্ণ মেয়াদ পূর্তি।

আসন্ন নির্বাচনে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মুসলিম লীগ ও ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

___________________

patheo24,/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *