পাকিস্তানে গ্রেনেড হামলায় আহত ২৫

পাকিস্তানে গ্রেনেড হামলায় আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের মাত্র একদিন আগে পাকিস্তানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গ্রেনেড হামলা হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।সোমবার দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, পাকিস্তানের চাগি জেলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা গ্রেনেড হামলা চালিয়েছে। বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দালবানদিন শহরে এ হামলা হয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা গ্রেনেড বিস্ফোরণে আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিতে কাল বুধবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে সহিংস হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী গ্রেনেড হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

এছাড়া হামলার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত রোববার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় দেশটির সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক প্রার্থী নিহত হয়েছেন।

চলতি মাসে দেশটির নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ওপর অন্তত ৯ বার হামলা হয়েছে। গত তিন সপ্তাহে নির্বাচনী সমাবেশ ও দলীয় অফিসে হামলায় তিন প্রখ্যাত রাজনীতিকসহ কমপক্ষে ১৭০ জন নিহত ও আরো ২ শতাধিক আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *