পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা, ৯ জঙ্গি নিহত

পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা, ৯ জঙ্গি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পাকিস্তানে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে। গতকাল শনিবার সকালে পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি এলাকার একটি প্রশিক্ষণঘাঁটিতে এ হামলা হয়। এ সময় ৯ হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, সেনাদের দ্রুত এবং কার্যকর প্রতিহতের কারণে হামলা বানচাল হয়েছে। তবে হামলায় ঘাঁটিতে থাকা তিনটি আকাশযান ও একটি জ্বালানি ট্যাংকার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক গাড়িবহরে অতর্কিত হামলায় ১৪ সেনা নিহত হওয়ার এক দিন পর বিমানঘাঁটিতে হামলার এ ঘটনা ঘটল।

হামলা প্রতিহত করার ঘটনায় বিমানবাহিনীর প্রশংসা করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘আমাদের নিরাপত্তা ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা কঠোর প্রতিরোধের সঙ্গে মোকাবিলা করা হবে।’

চলতি বছর পাকিস্তানে সহিংসতার ঘটনা ব্যাপক বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্যমতে, গত আগস্টে দেশটিতে সশস্ত্র হামলা হয়েছে ৯৯টি, যা ২০১৪ সালের নভেম্বরের পর যেকোনো এক মাসে সর্বোচ্চ সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *