‘পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে’

‘পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্ত্র, মাদক ও মানব পাচার বন্ধে মিয়ানমার সীমান্তে ভবিষ্যতে গুলি চালানো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠান শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা কখনো গুলি চালাবো না। কাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের অপকর্ম ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা অস্ত্র পাচার এগুলো একটু একটু… বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে। ইনশাল্লাহ আগামীতে এসব আসা সম্ভব হবে না।’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা প্রসঙ্গে বলেন, হত্যাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সারা বিশ্বেই হত্যাকাণ্ড হয়। তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।

নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বিভিন্ন এনজিও সংস্থা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *