পার্লামেন্ট ভেঙে দিলেন ভারতের প্রেসিডেন্ট

পার্লামেন্ট ভেঙে দিলেন ভারতের প্রেসিডেন্ট

প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেয়ার সুপারিশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরই দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

বুধবার (৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, লোকসভা ভেঙে দিতে নরেন্দ্র মোদির সুপারিশ করার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ১৭তম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেছেন ভারতের প্রেসিডেন্ট।

দ্রৌপদী মুর্মুর এক্স অ্যাকাউন্টের পোস্টে লেখা হয়েছে, তাৎক্ষণিকভাবে ১৭তম লোকসভা ভেঙে দেয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্টের সংবিধানের ৮৫ অনুচ্ছেদের ধারা (২) এর (বি) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য ১৭তম লোকসভা ভেঙে দেয়ার আদেশে স্বাক্ষর করেছেন।

ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার একদিন পর দেশটিতে পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই  অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে আনুষ্ঠানিকতা হিসেবে লোকসভা ভেঙে দিলেন প্রেসিডেন্ট।

এর আগে বুধবার দুপুরে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। শরীক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে সরকার গঠনের প্রতিশ্রুতি দেয়ার পর পদত্যাগ করেন মোদি।

মঙ্গলবার ভারতের ৫৪৩ লোকসভা আসনের চূড়ান্ত ফল অনুযায়ী ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। প্রাপ্ত ফলাফলে কোনো দলই এককভাবে সরকার গঠনের সুযোগ পাচ্ছে না।

তবে ঘোষিত ফল অনুযায়ী জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ)  মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩টি। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ২৩৩টি। ফলে জোটের দিক দিয়ে এনডিএ যেহেতু ম্যাজিক ফিগার পেয়েছে নিয়ম অনুযায়ী তারাই সরকার গঠন করবে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মঙ্গলবার এক ভাষণে তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের কথা বলেছেন।

Related Articles