পাল্টে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চিত্র

পাল্টে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চিত্র

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদের আরমাত্র দুইদিন বাকি। এ সময়টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট লেগেই থাকতো। কিন্তু এবার মহাসড়ক চার লেনে উন্নীত ও নবনির্মিত সবগুলো সেতু খুলে দেওয়ার কারণে মহাসড়কের চিত্রটাই পাল্টে গেছে। কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া এই মহাসড়কে যানজট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত কোথাও গাড়ি চলাচল থেমে নেই। স্বাভাবিকভাবেই মহাসড়কে চার লেনের সুবিধা নিয়ে যান চলাচল করছে। দুপুর দেড়টায় সদর উপজেলার ঘারিন্দা এলাকায় একটি দুর্ঘটনার কারণে সামান্য একটু যানজটের সৃষ্টি হলেও ১৫ মিনিটের মধ্যেই দুর্ঘটনা কবলিত বাসটি অপসারণ করে যানচলাচল আবার স্বাভাবিক হয়। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাওছার আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি অপসারণ করা হয়েছে। মহাসড়কে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

__________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *