পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় দিন চলছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার খাগড়াছড়ি শহরের ভেতরে ব্যাটারিচালিত অটো, মোটরসাইকেল চলাচল করলেও আন্তজেলা ও অভ্যন্তরীণ সড়কে গাড়ি চলছে না। শহরের ভেতরে দোকান-পাট খুললেও শহরের বাইরে বেশির ভাগ স্থানে বন্ধ রয়েছে।
এদিকে, দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ কেন্দ্র রাঙামাটির সাজেকে কয়েকশ পর্যটক আটকে পড়েছেন। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না।
অন্যদিকে, অবরোধের কারণে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধের ডাক দেওয়া হয়। পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।