সংস্কার কাজের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ৫ দিন পোস্তগোলা ব্রিজে যান চলাচল বন্ধ থাকবে। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, “১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পোস্তগোলা ব্রিজের সংস্কার কাজ চলবে। এ সময় কাজের জন্য সেতুটি দিয়ে সকল প্রকার যানচলাচল ৫ দিন বন্ধ রাখা হবে। তবে এটি টানা বন্ধ নয়। যেদিন কাজ হবে সেদিন যানচলাচল বন্ধ থাকবে।”
পোস্তগোলা ব্রিজের কী হয়েছে
তিনি আরও বলেন, “পোস্তগোলা ব্রিজের নিচে পিলারে লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিই ঠিক করা হচ্ছে। সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। কারণ, কাজের সময় যানবাহন চলাচল করলে নিচে রেট্রোফিটিং করতে সমস্যা হবে।”
বিকল্প রুট:
- গুলিস্তান-কমলাপুর-মিরপুর রোড
- যাত্রাবাড়ী-মিরপুর রোড
- সায়েদাবাদ-মিরপুর রোড
যানবাহন চলাচল বন্ধের সময়সূচী:
- পরবর্তীতে ঘোষণা করা হবে
সতর্কতা:
- বিকল্প রুট ব্যবহারের জন্য যানবাহন চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও তথ্যের জন্য:
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট: khttps://www.rhd.gov.bd/
আরও পড়ুন: বছরের প্রথম মাসে রপ্তানি বেড়েছে ১১.৪৫%