প্রকাশিত হয়েছে আদিল মাহমুদের ‘জ্যোতির্ময় এক আশ্চর্য মুখফুল’

প্রকাশিত হয়েছে আদিল মাহমুদের ‘জ্যোতির্ময় এক আশ্চর্য মুখফুল’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অমর একুশে বইমেলা উপলক্ষে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কবি ও গদ্যকার আদিল মাহমুদের গদ্যগ্রন্থ ‘জ্যোতির্ময় এক আশ্চর্য মুখফুল’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

বইটি সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘এই গদ্যগ্রন্থ আমার একান্ত আপন, যেনো আত্মাস্বজন। কারণ এতে প্রাধান্য পেয়েছে এমন কিছু মানুষের কথা—যাদের সারাক্ষণ মনে পড়ে। যেমন আমার আম্মার কথা, আব্বার স্মৃতি, নানাজির গল্প, মুর্শিদের পাঠদান, এক অপ্সরীর সৌন্দর্য। এছাড়াও আছে একজন মানুষকে স্বপ্নে দেখার ব্যাকুল আকাঙক্ষার প্রকাশ।’

তিনি আরও বলেন, ‘এই গ্রন্থে মৃদ উচ্চারণ ও সহজ প্রকাশভঙিতে, শব্দের ম্যাজিকে—বৃষ্টি, প্রকৃতি, প্রেম, দুঃখবোধ, স্মৃতিকথা ও নিঃসঙ্গতা অঙ্কুরিত হয়েছে গদ্যের বুননে। শিক্ষণীয় বিষয় ও জ্ঞানমূলক আলাপ বাদ দিয়ে তুমুল আবেগের করুণতা মেখে—সৃষ্টির বিচিত্র রূপের কারিশমা ও জীবন সংগীতের স্মৃতিময়তা দেখতে ‘জ্যোতির্ময় এক আশ্চর্য মুখফুল’ গদ্যগ্রন্থ পড়তে পারেন।’

গদ্যকার হাসান রহমান বলেন, ‘এই গ্রন্থে স্বতস্ফুর্ত গদ্যবিন্নাসে আদিল মাহমুদের জীবন-জনপদ, সুখ-দুঃখ, হতাশা-ভালোবাসা, পরিবার ও প্রকৃতিপ্রীতির আবেগময় স্মৃতির স্বর-সুর ধ্বনিত হয়েছে। শব্দ চয়ন, বাক্য সৃষ্টি, উপমা, অলংকার, চিত্রকল্প ও অভাবনীয় প্রকাশভঙ্গিতে এই গদ্যগ্রন্থেও তার কবিত্ব প্রকাশ পেয়েছে। তাছাড়া লেখকের বলতে পারার স্বকীয়তা আর সাবলীলতা আমাকে এই গ্রন্থ পাঠে মনোযোগী করেছে এবং পাঠমুগ্ধতা দিয়েছে।’

বইটি সংগ্রহ করতে পারেন ‘চৈতন্য’ থেকে। বইমেলা স্টল ৪৭-৪৮। এছাড়া অনলাইনে পাবেন প্রথমা, বইফেরী, বাতিঘর, রকমারি ডটকমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *