প্রখ্যাত অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন

প্রখ্যাত অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রখ্যাত অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আকবর আলি খান ছিলেন একজন অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ, যিনি ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের একজন আমলা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি হবিগঞ্জের একজন মহকুমা কর্মকর্তা ছিলেন। ওই সময় তিনি যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন।

পরে তিনি মুজিবনগর সরকারের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি আবার সিভিল সার্ভিসে যোগ দেন এবং মন্ত্রিপরিষদ সচিবের সর্বোচ্চ পদে পৌঁছেন। এরইমধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও কাজ করেছেন।

২০০৬ সালের শেষের দিকে আকবার আলি খান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন। পরে তিনি হাসান মাশহুদ চৌধুরী, সিএম শফি সামি এবং সুলতানা কামালের সাথে পদত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *