পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনী প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে টহল দিতে দেখা গেছে। আজকে নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামনে এ চিত্র দেখা যায়। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, আজকে কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে গতকালকের মতো আজকেও প্রধানমন্ত্রীর কার্যালয় দেখতে এসে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। তারা সেনা সদস্যদের কাছে জানতে চান, আজকে এখানে ঢুকতে দেওয়া হবে কি না? তবে সেনা সদস্যদের পক্ষ থেকে আজকে অনুমতি নেই জানিয়ে তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য অনুরোধ জানান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গতকাল (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তে রাজধানীসহ সারা দেশ উল্লাসে ফেটে পড়ে। জনস্রোত গণভবন, সংসদ ভবনসহ আশাপাশের স্থাপনার উপচে পড়ে। এসময় এসব ভবনের মালামাল লুটের ঘটনাও ঘটে।