প্রধানমন্ত্রীর তহবিলে এফবিসিসিআইর ৮ কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রীর তহবিলে এফবিসিসিআইর ৮ কোটি টাকা অনুদান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে পাঁচ কোটি এবং বেসরকারি গৃহ নির্মাণ তহবিলে তিন কোটি টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।

সম্প্রতি সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে-অর্ডারের মাধ্যমে সহায়তা হস্তান্তর করেন বলে এফবিসিসিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব আহমদ কায়কাউস পে-অর্ডার গ্রহণ করেন।

শেখ ফাহিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর উপহার দেওয়া বাংলাদেশের মানুষের জন্য বড় উৎসব। গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা সবাই এক কঠিন সময় পার করে আসছি।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের সব ব্যবসায়ী ও ব্যবসা সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান ফাহিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *