প্রায় ৩০ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পায়নি

প্রায় ৩০ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পায়নি

নিজস্ব প্রতিবেদক : সদ্য এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে শেষ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পায়নি ২৯ হাজার ৫৯০ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ৯১৩ জন শিক্ষার্থী রয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলাফল প্রকাশে দেখা গেছে, এক লাখ ৫১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। শেষ ধাপ পর্যন্ত তবে তৃতীয় (শেষ ধাপ) ধাপেও সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ভর্তির সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপে আবেদনকারীর সংখ্যা ছিল ১২ লাখ ২৬ হাজার ৬৭০ জন। তাদের মধ্যে মোট ৯ লাখ ৩০ হাজার ৪৯২ জন ভর্তি নিশ্চিত করেছেন। দ্বিতীয় ধাপে নতুন করে ভর্তির জন্য মনোনিত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৪৭ জন। আর তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন এক লাখ ৫১২ জন। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, একাদশ শ্রেণির ভর্তির তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপে যারা কলেজ ভর্তির জন্য মনোনীত হয়নি নতুন করে তারা তৃতীয় ধাপে আবেদন করেন। তাদের অনেকে এ ধাপে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়াও দ্বিতীয় ধাপের নিশ্চায়নকারীদের মধ্যে পছন্দের কলেজে অটোমেটিক মাইগ্রেশন হয়েছে এক হাজার ১৫৪ জন শিক্ষার্থী। তবে আবেদন করেও এখনও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি ২৯ হাজার ৫৯০ জন শিক্ষার্থী। শেষ ধাপে ভর্তির সুযোগ না পেয়ে অনেকে ঢাকা বোর্ডে এসে ভীড় করছেন। কলেজ ভর্তির প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ১০ জুন। প্রথম ধাপে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়। আবেদনকারীদের ৯৪ শতাংশকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। প্রথম ধাপে প্রায় ৮১ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেন। উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাস করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *