পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ‘জীবনে উন্নতি সাধন করতে হলে সবার আগে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে’ বলে মন্তব্য করেছেন জামি’আ ইকরার প্রতিষ্ঠাতা ও শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.।
তিনি বলেন, ‘প্রথমে একটি লক্ষ্য স্থির করো যে কর্মজীবনে তুমি কী করবে? যদি মাদরাসায় পড়াতে ভালো লাগে তাহলে শিক্ষকতাকে বেছে নাও, যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে লেখক হয়ে যাও, কিতাব লেখো। মোটকথা তোমাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। অন্যথায়, আজ এই কাজ কাল সেই কাজ এভাবে করতে করতে জিন্দেগী খতম হয়ে যাবে কিন্তু কিছুই করতে পারবে না’।
গতকাল (শনিবার) জামিআ ইকরার ফারেগীন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফারেগীনদেরকে পরিশ্রম ও মেহনতের প্রতি উদ্বুদ্ধ করে তিনি বলেন, ‘উন্নতির জন্য চাই কঠোর পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নেই। অন্য সবকিছুর বিকল্প থাকতে পারে কিন্তু পরিশ্রম ও মেহনত বিকল্পহীন’।
ছাত্রদেরকে ইখলাসের অপরিহার্যতা বুঝাতে তিনি বলেন, ‘আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে চাই ইখলাস। তাই এখন থেকেই তোমার নিয়্যতকে খালেছ করে নাও। সকল কাজকর্ম ইখলাসের সাথে করার চেষ্টা করো।
‘এই তিনটি কাজ তথা- লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম ও ইখলাসের সাথ কাজ করলে আল্লাহর মদদ তোমার সাথে থাকবে। জীবনে উন্নতি সাধন করতে পারবে’।