পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। তবে এর কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বাড়তি সতর্কতা হিসেবে সমুদ্র বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যা রোববার পর্যন্ত বহাল থাকতে পারে।
এছাড়া রোববারের পর আকাশে মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে শুরু করবে। সেসময় বাড়বে শীতের অনুভূতি।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘ঢাকাসহ বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। তবে ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই।’