ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে জনসমুদ্রে লন্ডন

ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে জনসমুদ্রে লন্ডন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলা বন্ধের দাবিতে লন্ডনের রাজপথে নামে লাখো মানুষ। গত দুই সপ্তাহের বেশি সময় চলা সংঘাতে ইসরায়েলি বাহিনী ও হামাসের অস্ত্রবিরতি কার্যকরের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার ফিলিস্তিনের সমর্থনে জনসমুদ্রে পরিণত হয় লন্ডনের রাজপথ। ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে স্লোগান দেন আয়োজনে অংশ নেওয়া আন্দোলনকারী। এদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা।

পুলিশের তথ্যমতে, ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ নামের আয়োজিত সমাবেশে অংশ নেন এক লাখের বেশি মানুষ। তবে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে শনিবারের আয়োজনে জড়ো হয়েছিল অন্তত আড়াই লাখ মানুষ।

শান্তিপূর্ণ সমাবেশ থেকে ১০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তবে আটকের কারণ উল্লেখ করেনি। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোতেও ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে।

এর মধ্যেই রবিবার পশ্চিম তীরের জেনিনের শরণার্থী ক্যাম্পের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। গত ৮ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হন। এর জেরে ইসরায়েলি বাহিনীর ধারবাহিক হামলায় মৃত্যু নগরীতে পরিণত হয়েছে গাজা। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বিমান হামলায়। গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখের বেশি।

সূত্র: রয়টার্স, মিডল ইস্ট মনিটর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *