ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম তীরে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের আজ্জুন শহরের মেয়র আহমদ এনায়া দাবি করেন, শহরের মধ্য দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় পাথর ছুড়ে মারে ছেলেটি। এরপর তার দিকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোহাম্মদ নিদাল সেলিমকে সামনে থেকে নয়, তার পিঠে গুলি করা হয়েছে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিম তীরে এমন সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। এক বছর ধরে প্রায় প্রতিদিনই তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কয়েক শ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী।

গত রবিবার দুই ইসরায়েলিকে হত্যার অভিযোগে পশ্চিম তীরে বসবাসকারী ইসরায়েলিরা হুয়ারা শহরে হামলা চালায়। এ সময় সেখানকার অনেক গ্রামে আগুন লাগানো হয়, ভাঙচুর করা হয় বাড়িঘর।

ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, হুয়ারাকে নিশ্চিহ্ন করা উচিত। তার এমন মন্ত্যব্যে নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

গত সোমবার বন্দুকধারীরা ইসরায়েলি-আমেরিকান মোটরচালককে হত্যা করে এবং গত বুধবার আকাবাত জাবের শরণার্থীশিবিরে সন্দেহভাজনদের সন্ধানে তল্লাশি করতে এসে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

  • সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *