ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিলে মানুষের ঢল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিলে মানুষের ঢল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিলে প্রায় তিন কিলোমিটারজুড়ে মুসল্লিদের ঢল নামে।

এরআগে বেলা ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে খণ্ড খণ্ড মিছিলে সভাস্থলে যোগ দেন হরিপুর, রাণীশংকৈল, পীরগঞ্জ ও সদর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গীর জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শরিফুল ইসলাম, গড়িয়ালী মাদরাসার অধ্যক্ষ আব্দুল আলিম, সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে জমিরিয়া সোনার বাংলা পাঠাগারের সদস্যরাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

সভায় ইসরাইলি হামলা বন্ধ ও নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করেন মুসল্লিরা। দেশে দেশে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনির স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা, গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *