ফেনীতে আগুনে পুড়লো ৮ বসতঘর

ফেনীতে আগুনে পুড়লো ৮ বসতঘর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফেনীর সোনাগাজী উপজেলায় আগুন লেগে আটটি বসতঘর পুড়ে গেছে। রবিবার (১০ মার্চ) রাত উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের দরবেশ আলী বাড়িতে এ আগুন লাগে।

সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আগুন লেগে ওই বাড়ির নবী আলম, বেলাল, দেলোয়ার, এনামুল হক, রাজিয়া, রাসেল, নুরুল আমিন ও শুক্কুরসহ আট পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার।

এদিকে আগুন নেভানোর সময় দুই জন আহত হয়েছেন। এর মধ্যে হৃদয় (১৮) নামে এক যুবককে ফেনী জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, ঘরগুলো পাশাপাশি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত আট পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও শুকনো খাবার দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *