পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সীতাকুণ্ডের ফেনী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ দিয়ে চট্টগ্রামে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৫টায় উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের আর আর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে একদল স্বেচ্ছাসেবী ফেনীর বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করে ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপটি বাঁশবাড়ীয় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা নয়জন গুরুতর আহত হন এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আহতরা হলেন, মালেক মিয়া(২৩), রিফাত হোসেন (২১), লিয়াকত (২৬), মইনুদ্দিন আজাদ (২৩), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২০), নিজাম (২৫), তাকরিম (২৫) ও ইয়াকুব (২৭)।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পিকআপ চালকের ঘুমের জন্য এ দুর্ঘটনা ঘটে।