ফের বিক্ষোভ ঘোষণা বিএনপির

ফের বিক্ষোভ ঘোষণা বিএনপির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সিটি করপোরেশন নির্বাচনে স্পষ্ট জালিয়াতি হয়েছে জানিয়ে নির্বাচনের ফল বাতিলের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর থানায় থানায় এই কর্মসূচি পালিত হবে।

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে আজ রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘একই দিনে দুই সিটি করপোরেশনে তাঁদের দলীয় প্রার্থীরা নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। সেটা কোথায় অনুষ্ঠিত হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।’

বিক্ষোভ কর্মসূচি পালনের পর পরবর্তী সময়ে আবার কর্মসূচি জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *