ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) তার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই মুখপাত্র জানিয়েছেন, মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সাবেক প্রধানমন্ত্রীর কমিউনিকেশন টিম জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই একটি বিবৃতি দেওয়া হবে।

এর আগে গত ৭ জানুয়ারি ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *