পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন মৌলভীবাজারের কুলাউড়ায় এসে একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কাজল গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী একটি ট্রেন দুপুর ২টার দিকে ভাটেরা স্টেশন অতিক্রম করার পর হোসনপুর নামক স্থানে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে।
কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজে ৩-৪ ঘণ্টা সময় লাগতে পারে। সন্ধ্যা ৬টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
/এএ