বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ার শেরপুরের মজুমদার রাইস ব্র্যান অয়েল মিলে তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন ট্যাংকে পড়ে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১), মো. মনির (২৮)। এরা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও খোঁজ নিয়ে জানা গেছে, শেরপুরের ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তেলের ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। এদের মধ্যে গুরুতর আহত মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, রুবেল, মো. মনিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর নিহতদের লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Related Articles