‘বঙ্গবন্ধুর জন্য ১০ হাজার বার কোরআন খতম’

‘বঙ্গবন্ধুর জন্য ১০ হাজার বার কোরআন খতম’

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সঙ্গে শাহাদতবরণকারী সব শহীদের জন্য ১০ হাজার ১৫২ বার পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। তিনি জানান, ১ আগস্ট থেকে এই কোরআন খতম সম্পন্ন করে অধিদফতরের শিশুরা। পাশাপাশি দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট বুধবার সকালে জাতীয় সমাজ সেবা অধিদফতরের অডিটরিয়ামে শোক দিবসের আলোচনায় এসব তথ্য জানানো হয়। অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সঙ্গে শহাদতবরণকারী সব শহীদদের আত্মার শান্তি কামনায় ১ আগস্ট থেকে আমাদের শিশুদের মাধ্যমে কোরআন খতম শুরু করি।  পর্যন্ত ১০ হাজার ১৫২ বার পবিত্র কোরআন খতম করা হয়েছে। এই কর্মসূচি পুরো মাসজুড়ে চলবে।

এছাড়া দোয়া মাহফিল, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের বঙ্গবন্ধুর হাতে লেখা দুটি বইসহ তাকে নিয়ে বিশিষ্টজনদের লেখা ১৯টি বই দেওয়া হবে। এর আগে ১৫ আগস্ট সকালে সমাজসেবা অধিদফতরের ১০টি ইউনিট পৃথক ব্যানারে ধানমন্ডি ৩২-এ স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে সবার অংশগ্রহণে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন সাহসী ও সত্যবাদী নেতা। নবম শ্রেণিতে পড়াকালে তিনি একবার একটি মামলায় পড়েন। বলা হয়েছে রাতে তাকে গ্রেফতার করা হবে। অন্যরা তাকে পালিয়ে যেতে বলেছেন। কিন্তু বঙ্গবন্ধু বলেছেন- আমি পালাবো না, আমি পালালে সবাই আমাকে ভীতু বলবে। এমন অনেক ঘটনা রয়েছে তার জীবনে। তাকে হারিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বেঁচে থাকলে আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতো। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সমাজ সেবা অধিদফতরের গোলাম ফারুক, শাহ কামাল চৌধুরী, এস এম ফজলুল করিম রুমি, মুক্তিযোদ্ধা ও উপপরিচালক খান আবুল বাশার। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সমাজ সেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) মো. আব্দুল্লাহ আল মামুন, লামিয়া ইয়াসমিন (উপ-পরিচালক), সমাজ সেবা অফিসার (প্রতিষ্ঠান) মোহাম্মদ আছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *