বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে তার প্রভাবে সোমবার থেকে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাধারণত এই সময়ে নিম্নচাপ হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় না। এবারও তেমন আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে তা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে আগামী সোমবার থেকে পরের অন্তত চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ হলে উজানে ভারতের আসাম, ত্রিপুরা- এসব অঞ্চলে বৃষ্টি হতে পারে। ফলে উজান থেকে পাহাড়ি ঢল সৃষ্টির আশঙ্কা আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “নিম্নচাপ হলে এর প্রভাবে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।”

Related Articles