পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে ও বিশেষ করে চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।
রোববার (১৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে হেফাজত আমির এ আহ্বান জানান।
তিনি বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে বন্যা বিশেষ করে চট্টগ্রাম ও নদীর তীর ঘেঁষে অবস্থিত উপজেলাগুলোতে বন্যা অতীতের চেয়ে ভায়াবহ। তাছাড়া বন্যার পানিতে ভেসে ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামো।
নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত গ্রামগুলোর অধিকাংশ বাড়িঘর পানিতে ডুবে গেছে।
এই ব্যাপারে জরুরিভিত্তিতে ত্রাণ তৎপরতা শুরু করার প্রয়োজনীয় সাহায্য সহায়তা ব্যবস্থা গ্রহণের জন্য দেশবাসী ও তৌহিদি মুসলমান জনতাকে দৃষ্টি আকর্ষণ করছি। সে সঙ্গে বিভিন্ন সাহায্য সংস্থা ও সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান হেফাজত আমির।